যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন। ডাঃ আবুল হাসান, পপুলার হোমিও হল, যাত্রাবাড়ী, ঢাকা। ফোন করুন:- ০১৭২৭-৩৮২৬৭১

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫

যে লক্ষণে বুঝবেন - জন্মনিয়ন্ত্রণ পিলটি আপনার দেহের উপযোগী নয়

জন্মনিয়ন্ত্রণে নারীদের বহুলপ্রচলিত একটি পদ্ধতি পিল। তবে সব ধরনের পিল সবার দেহের জন্যে উপযোগী হয়ে ওঠে না। এন্ডোমেট্রিয়াল টিস্যু জরায়ু থেকে বেরিয়ে আসা, জরায়ুত ফিব্রোয়াস টিস্যুতে টিউমার, পিরিয়ড চলাকালীন অতি রক্তপাত ইত্যাদি কারণে অনেক জন্মনিয়ন্ত্রণ পিল আপনাকে গর্ভধারণ থেকে রক্ষা করতে পারবে না। বর্তমানে যে পিলটি খাচ্ছেন তা যদি আপনার দেহের জন্যে উপযোগী না হয়ে থাকে, তবে বেশ কিছু লক্ষণ প্রকাশ পাবে। জেনে নিন এমনই ৭টি লক্ষণ।
১. জন্মনিয়ন্ত্রণ পিলটি দেহে জন্যে সঠিক না হলে আপনার ক্রমাগত মাথাব্যথা করতে থাকবে। এটি মারাত্মক মাইগ্রেনও ঘটাতে পারে। আপনার দেহে যদি এমনিতেই ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বেশি থাকে, তবে এসব পিল না খাওয়াই ভালো। কারণ পিল এই হরমোনের মাত্রা আরো বাড়িয়ে দেয়। এ জন্যে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। 

২. আপনার ওজন বাড়লে কোনো অবস্থাতেই তা কমবে না। অনেকেই মনে করেন, পিল খেলেই ওজন বাড়ে। এমনটা নাও হতে পারে। তবে ওজন বাড়লে সহজে কমাতে পারবেন না। এক গবেষণায় দেখা গেছে, যারা পিল খাচ্ছেন তাদের ৬০ শতাংশের পেশির ওজন সহজে কমে না। কিন্তু যারা পিল খান না, তাদের দেহ সহজেই ওজন হারাতে পারে। 

৩. পিল খাচ্ছেন যারা তাদের মাঝে যৌন আকাঙ্ক্ষা কমে যাবে। পিল দেহের সেক্স হরমোর টেস্টোসটেরনের স্থানটি দখল করে নেয়। গর্ভে ডিম্বোস্ফোটনের সময় দেহ ৫০ শতাংশ টেস্টোসটেরন হরমোন উৎপন্ন করে। পিল ডিম্বোস্ফোটনে বাধা দেয়। এতে টেস্টোসটেরনের মাত্রা কমে যায়। ফলে যৌন অনুভূতি ধীরে কমে যেতে থাকে। 

৪. পিল দেহের উপযোগী না হলে আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বেন। যখন প্রথম পিল খাবেন, তখন এটি দেহের ভিটামিন বি ভেঙে দেয়। এতে দুর্বলতা বোধ করবেন আপনি। এভাবে যত দিন খেতে থাকবেন, আপনার দেহ প্রয়োজনীয় ভিটামিনশূন্য হতে থাকবে। ফলে আস্তে আস্তে কর্মউদ্দীপনা হারাতে থাকবেন আপনি। 

৫. পিল দেহের সঙ্গে মানানসই না হলে বিষণ্নতা ভর করবে। পিল খাওয়ার কারণে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরোন হরমোন মস্তিষ্কে প্রভাব ফেলে। এতে মানসিকতা নষ্ট হয়ে যায়, মন খারাপ ভাব আসে। এ জন্যে অনেক চিকিৎসক পিলের সঙ্গে মুড ভালো রাখার ওষুধও দিয়ে থাকেন।

৬. সুইজারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয় তাদের গবেষণায় জানায়, পিল দেহের সঙ্গে বেমানান হলে আপনি শুধু ভুল পুরুষের প্রতিই আকর্ষিত হবেন। পিল যারা খাচ্ছেন না তারা জিনের সঙ্গে মানানসই পুরুষকে বেছে নিতে পারেন নিজের সহজাত অনুভূতি ব্যবহার করে। কিন্তু যারা ভুল পিল নিচ্ছেন, তারা এমন পুরুষকে বেছে নেন, যা জেনেটিকভাবে দুজনের সঙ্গে খাপ খায় না। 

৭. পিল দেহের উপযোগী হলে আপনি সুখী এবং উচ্ছ্বল হবেন। কিন্তু অনুপযোগী পিল খেলেই বিপত্তি। এ ক্ষেত্রে আপনি নিজের মতো আর থাকতে পারবেন না। নিজেকে নিজের মাঝে হারিয়ে ফেলবেন ধীরে ধীরে। মনোযোগের সঙ্গে খেয়াল করে দেখবেন, আপনি এমনটা ছিলেন না। কিন্তু কেমন যেন বদলে গেছেন। এসব ভুল পিলের কারণে হতে পারে।

যে লক্ষণে বুঝবেন - জন্মনিয়ন্ত্রণ পিলটি আপনার দেহের উপযোগী নয় ডাক্তার আবুল হাসান 5 of 5
জন্মনিয়ন্ত্রণে নারীদের বহুলপ্রচলিত একটি পদ্ধতি পিল। তবে সব ধরনের পিল সবার দেহের জন্যে উপযোগী হয়ে ওঠে না। এন্ডোমেট্রিয়াল টিস্যু জরায়ু থেকে ...

সকল আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে।

ডাঃ হাসান (ডিএইচএমএস, পিডিটি - বিএইচএমসি, ঢাকা)

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকা

যৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন।

১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
ফোন :- ০১৭২৭-৩৮২৬৭১ এবং ০১৯২২-৪৩৭৪৩৫
ইমেইল:adhunikhomeopathy@gmail.com
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।

পুরুষদের যৌন সমস্যার কার্যকর চিকিৎসা

  • শুক্রতারল্য এবং অকাল বা দ্রুত বীর্যপাত
  • প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়, প্রস্রাবে জ্বালাপোড়া
  • পায়খানার সময় কুন্থনে বীর্যপাত
  • পুরুষাঙ্গ দুর্বল বা নিস্তেজ এবং বিবাহভীতি
  • রতিশক্তির দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত সমস্যা
  • বিবাহপূর্ব হস্তমৈথন ও এর কুফল
  • অতিরিক্ত স্বপ্নদোষ সমস্যা
  • বিবাহিত পুরুষদের যৌন শিথিলতা
  • অতিরিক্ত শুক্রক্ষয় হেতু ধ্বজভঙ্গ
  • উত্তেজনা কালে লিঙ্গের শৈথিল্য
  • সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না
  • স্ত্রী সহবাসে পুরুপুরি অক্ষম

স্ত্রীরোগ সমূহের কার্যকর হোমিও চিকিৎসা

  • নারীদের ওভারিয়ান ক্যান্সার
  • জরায়ুর ইনফেকশন ও ক্যান্সার
  • নারীদের জরায়ুর এবং ওভারিয়ান সিস্ট
  • ফলিকুলার সিস্ট, করপাস লুটিয়াম সিস্ট
  • থেকা লুটেন, ডারময়েড, চকলেট সিস্ট
  • এন্ডোমেট্রোয়েড, হেমোরেজিক সিস্ট
  • পলিসিস্টিক ওভারি, সিস্ট এডিনোমা
  • সাদাস্রাব, প্রদর স্রাব, বন্ধ্যাত্ব
  • ফ্যালোপিয়ান টিউব ব্লক
  • জরায়ু নিচের দিকে নামা
  • নারীদের অনিয়মিত মাসিক
  • ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার